প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৪:২২:০১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে করোনা ভাইরাসে লকডাউন চলাকালীন হত-দরিদ্র দিনমজুরদের অন্ন সংস্থানের লক্ষে প্রবাসে বসবাসরত ব্যাক্তিদের অর্থায়নে ১৪০টি পরিবারে মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত জনসাধারণ । সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাঁল গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইকবাল হোসেন, মোঃ জসিম উদ্দিন তালুকদার, মোঃ রয়েল তালুকদার, মোঃ এমরান আহমদ , সৌদি আরব প্রবাসী মোঃ আলী আসকর, দুবাই প্রবাসী মোঃ ছালেহ আহমদ, ইতালি প্রবাসী মোঃ সুমন আহমদ ফ্রান্স প্রবাসী মোঃ আহমদ আলী ও ওমান প্রবাসী মোঃ আলাউদ্দিন এর অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী সিলেট শহরে বসবাসরত কামারখাঁল নিবাসী মোঃ আব্দুস সোবহান এর সার্বিক তত্বাবধানে ২১ শে এপ্রিল রোজ মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাঁল গ্রাম নিবাসী মোঃ সানোয়ার হোসেন, মোঃ জুনায়েদ আহমেদ জুনেদ,মোঃ মোজাক্কির হোসেন, মোঃ আলী মিয়া,মোঃ সায়েম আহমেদ, মোঃ মামুন আহমেদ, মোঃ মোজাক্কির হোসেন -২,মোঃ আলম মিয়া,মোঃইমন আহমেদ, মোঃ ফুজায়েল আহমেদ, মোঃ মামুন -২,মোঃ সাঞ্জব মিয়া,মোঃ মাওলানা মোঃ জাকারিয়া, মোহাম্মদ আলী,মোঃ ইমন আহমেদ -২ ও মোঃ বাদশা মিয়া উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাঁল ও চারহাটি গ্রামের হত-দরিদ্র, দিন মজুর ও মধ্যবিত্ত মানুষের মাঝে জনপ্রতি ৩ লিটার তৈল, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি চানা ও ১ কেজি লবন করে ১৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।