• করোনা ভাইরাস নিউজ

    দিরাই’য়ে অষ্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ (রাজানগর ইউপি)’র উদ্যোগে ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:১২:৩৭ অনলাইন সংস্করণ

    সঞ্জয় রায় শিপলু, দিরাই।।  দিরাই উপজেলার রাজানগর ইউপির অষ্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদের নিজস্ব তহবিল থেকে আটটি গ্রামে শতাধিক নিম্ন আয়ের পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা ঘরে ঘরে পৌছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিঃ মনোয়ার হোসেন রাজীব, সেক্রেটারিঃ আতাউর রহমান আতার, সাংগঠনিক সম্পাদকঃ বাবর আহমদ, কোষাধ্যাক্ষঃ বাবলু চৌধুরী, রফি চৌধুরী, রাকিব আহমদ, কয়েছুর রহমান কয়েস, জয়নাল আবেদীন সাগর, এম.এ মুকিত, রাসেল আহমদ, মোজাহিদ মিয়া, হাক্কি চৌধুরী, হোসেইন আহমদ, পাবেল তালুকদার, বিলাল আহমদ, শিব্বির সহ  আরোও অনেকে। সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন রাজীব বলেন, “আমদের ইচ্ছা রয়েছে ভবিষ্যতে আরো বড় পরিসরে সহযোগীতা করার । আমরা চেষ্টা করব যাতে আরো অধিক মানুষের কাছে ত্রাণ সহযোগীতা পৌছে দেয়া যায়।” সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বলেন, “করোনা দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

    আরও খবর

    Sponsered content