• করোনা ভাইরাস নিউজ

    পিপিই পড়ে ডাকাতিঃ সতর্ক থাকার আহবান জানিয়েছেন জগন্নাথপুরের এএসপি মাহমুদুল

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:৫৬:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃবৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে পিপিই পড়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির কথা শোনা যাচ্ছে।

    এমন পরিস্থিতির মুখো-মুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত নিকটস্থ থানা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানানো হয়েছে।
    সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ সার্কেল ) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী গত ১৮ শে এপ্রিল রোজ শনিবার জনস্বার্থে সচেতনা মূলক ‘এ সংক্রান্ত একটি পোষ্ট দিয়েছেন তাঁর ফেইসবুক আইডিতে।
    সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পড়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির কথা শোনা যাচ্ছে।
    জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়িতে করোনা রোগী খোঁজ খবর করার কথা বলে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসারকে জানান। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে।
    তাই উপোরোক্ত পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। । জনস্বার্থে সহকারী পুলিশ সুপার ( জগন্নাথপুর সার্কেল) মোবাইলঃ 01769693394
    অফিসার ইনচার্জ (জগন্নাথপুর থানা) মোবাইলঃ 01713374420, অফিসার ইনচার্জ (দক্ষিণ সুনামগঞ্জ থানা) মোবাইলঃ01713374429 এর
    নাম্বারে তথ্য দিতে তিনি আহবান জানান।

    আরও খবর

    Sponsered content