প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৪:৫৮:৫২ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার ঢলোকালি ক্ষেনপাড়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার সন্ধায় ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন গৃহবধুর পিতা ডুনু হেমরম (৪৬)। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত লাজারু সরেন (৩২) কে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, ডুনু হেমরমের মেয়ে মেরী ওরফে সলমা হেমরম (২৭) এর সাথে পার্শ্ববর্তী লাজারুত সরেনের সাথে ৭ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। সংসার জীবনে তাদের কলহ বিবাদ লেগেই ছিল। এ অবস্থায় গত ১৩ এপ্রিল লাজারু সরেন ঝগড়া ঝাটির
এক পর্যায়ে তার স্ত্রী মেরী ওরফে সলমা হেমরমকে বেধরক মারপিট করে আহত
করে। এতে মেরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মেরী মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে মেরীর পিতা তার স্বামী লাজারু সরেনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। লাজারু সরেন ঢলোকালি গ্রামের বাবু রাম সরেনের ছেলে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করে।