প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ১:৫০:২৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধ।। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ’র পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে পিপিই প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদে উপজেলা স্ব্যাস্থ কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তীর হাতে পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
সদর উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকের উপজেলা হেলথ্ কমিউনিটি সাপোর্র্টের জন্য ৭০ টি পিপিই দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন টিপু প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেছেন এই করোনা ভাইরাস এখন মহামারীতে রুপ নিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলুন ঘরে থাকুন নিজে সুস্থ থাকবেন পরিবারের প্রতিটি মানুষ সুস্থ থাকবেন। তিনি বলেন সরকার গরীব মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। দেশে কোন কাদ্য সংকট নেই তাই সব সময় অসহায়দের মধ্যে যথাসময়ে ঘরে পৌছে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ডাক্তার ও নার্সদের প্রতি এই করোনা ভাইরাসে আক্রান্তদের প্রতি মানবতার সেবা মনে করে নিজেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নিজেদের সর্তক থাকার ও আহবান জানান।