প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ২:০৪:০০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জীবাণু নাশক স্প্রে ছিটানোর পাশা-পাশি
সাবান বিতরণ করা হয়েছে।
মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ও জনসাধারনকে সচেতনতা করার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার ইতিমধ্যে জগন্নাথপুর পৌর শহর সহ উপজেলার গুরুত্বপূর্ন জনবহুল স্থানে ভ্যাসিং তৈরী সহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় ১৪ ই এপ্রিল রোজ মঙ্গলবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রকৌশলী আব্দুর রব সরকারের নেতৃত্বে জীবানুনাশক স্প্রে ও সাবান বিতরণ করা হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ছালেহ আহমদ ছোট মিয়া, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া,মোঃ ইউপি সদস্য শামছুদ্দিন কামালী, ইউপি সদস্য এমদাদ হোসেন, স্বাস্থ্যকর্মী আবু তাহের কাচন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনকে সচেতন ও নিরাপদে থাকতে ইতিমধ্যে উপজেলার পাটলী ইউনিয়ন, কলকলিয়া ইউনিয়ন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে জীবনুনাশক স্প্রে ও সাবান বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নগুলোতেও বিতরণ করা হবে।