প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ১১:১৯:২১ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য” এই কথাটির প্রতিপাদ্য আসলেই বাস্তবতার উজ্জল দৃষ্ঠান্ত। মানবতার কল্যানে এগিয়ে চলা এক দুরন্ত পথিক শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ( আল আমিন)। দু:সময়ের কৃতিত্ব আসলেই মহানুভবতার স্বাক্ষী। শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের ৫টি অসহায় পরিবার ঢাকা থেকে এসে হোম কোয়ারেন্টিন নিয়ে ছিলেন মহাবিপদে। হাওরের মধ্যে ছোট একটি কুটিরের মধ্যেই বসবাস করতে হচ্ছে তাদের। যেখানে ৫টি পরিবারের ২০ জন সদস্য ছিলেন, সেখানে এই ছোট কুটিরে কিভাবে তারা বসবাস করেন? এ নিয়ে সারা উপজেলায় ছিল আলোচনা ও সমালোচনার ঝড়। ঠিক এমনই সময় মানবতার হাত বাড়িয়ে দিলেন শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি ব্যাক্তিগত তহবিল থেকে ওই ২০ জন লোকের হোম কোয়ারেন্টিনের সুবিধার্থে রান্না করার গ্যাস, চুলা, ১৪ দিনের খাবার ও বসবাসের জন্য ঘর বাঁধার সকল সরঞ্জাম দেন এই ৫টি পরিবারকে। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তারপুর গ্রামের পাশের হাওরে থাকা পরিবারগুলোর মাঝে এগুলো দেয়া হয়।
চেয়ারম্যানের এই সহযোগীতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় এই পরিবারগুলো।