প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৬:৫৮:৪২ অনলাইন সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তিঃ দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানুল হক ও সাধারন সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপল এক প্রেস বিজ্ঞপ্তিতে দিরাইবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এক যৌথ বার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন দেশের এই ক্লান্তি লগ্নে দিরাই সহ দেশবাসীর করোনা ভাইরাস মহামারি থেকে হেফাজত ও মঙ্গল কামনা করে দিরাই রক্তদাতা পরিবার।
আমাদের মাঝে পহেলা বৈশাখ আসবে প্রতিবছর-আনন্দ উপভোগ করতে পারব- যদি আমরা/আপনি সুস্থভাবে বেচেঁ থাকি।
তাই পরিস্থিতির আলোকে সবাইকে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য বিধি ও সরকারী আদেশ মেনে সবাই ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন- নিজে বাচুঁন, দেশকে বাঁচান, প্রয়োজনে বের হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন।
এছাড়াও দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফারহানুল হক ও সাধারন সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু করোনাভাইরাস এর কারণে লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।