• করোনা ভাইরাস নিউজ

    সুনামগঞ্জের ছাতকে অন্য জেলার লোকজন প্রবেশ বন্ধ, যানবাহনে পুলিশের তল্লাশী

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ৭:৪০:০৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মরনব্যাধী করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জ জেলা লক ডাউন ঘোষনা করায় জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান- বিপিএম এর নির্দেশেনায় ছাতক থানার এসআই হাবিবুর রহমান- পিপিএম এর নেতৃত্বে টিএসআই নুর আলম, এএসআই মোহাম্মদ আলী শামীম, এটিএসআই আনোয়ারুল আলম সহ ছাতক থানার একদল পুলিশ ১৩ই এপ্রিল রোজ সোমবার সুনামগঞ্জ জেলার প্রবেশ পথ ছাতক থানার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে যানবাহন তল্লাশী করেন। তল্লাশী কালে জরুরী খাদ্য সরবরাহের গাড়ী সহ ঔষধদের গাড়ী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা সহ বাহিরের জেলার লোকজন প্রবেশ বন্ধ করেদেন। ছাতক থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থান নিয়ে সুনামগঞ্জ- সিলেট সড়কের গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে যানবাহন তল্লাশী চলছে। পুলিশ করা নজরদারিতে রয়েছে অন্য জেলা থেকে এ সড়ক দিয়ে যাতে গাড়ি ও লোকজন প্রবেশ করতে না পারে।

    আরও খবর

    Sponsered content