প্রতিনিধি ২৩ নভেম্বর ২০১৯ , ৬:৩২:৩৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কৃতি সন্তান বহুবিধ প্রতিভার অধিকারী চিত্রশিল্পী বাবু প্রণব বনিক স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসীর প্রিয়মুখ জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ীর বাসিন্দা চিত্রশিল্পী প্রনব বণিক (৬০) ২২ শে নভেম্বর দিবাগত- রাত ২টা ২৯ মিনিটে হার্ট অ্যাটাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মা দেখার জন্য বাসুদেব বাড়ীতে মানুষের ঢল নেমেছে ।
স্বজনরা জানান, ২২ শে নভেম্বর দিবাগত- রাত প্রায় ১ টা ৩০ মিনিটের দিকে বাবু প্রণব বণিক এর বুকে ব্যথা অনুভব হলে তাৎক্ষনিক ভাবে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধরের নেতৃত্বে তাঁর চিকিৎসা শুরু হয় এবং তাকে সিলেট পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও আকস্মিক তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বহুবিধ প্রতিভার অধিকারী প্রণব বণিক ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।কর্মজীবনের শুরুতে তিনি বিআরডিবিতে চাকুরি করেন। পরবর্তীতে অনন্ত উপহার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।১৯৯৫ সালে তিনি আর্ট স্কুল চালু করে অদ্যাবধি বীনা বেতনে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিনয়ী স্বভাবের এই ব্যক্তি সবার কাছে প্রনবদা নামে সুপরিচিত ছিলেন। সামাজিক সকল কাজে তাঁর সরব অংশ গ্রহন জগন্নাথপুরের মানুষ মিস করবে।
বহুবিধ প্রতিভার অধিকারী চিত্রশিল্পী বাবু প্রণব বণিক এর আকস্মিক প্রয়াণে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করার পাশা-পাশি শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।