• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যান চপলের।উদ্যোগে ৪শতাধিক ইমাম মোয়াজ্জিনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৮:৪৫:৩১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। করোনা ভাইরাসের আক্রমন থেকে বাচঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ মেনে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের ব্যক্তিগত উদ্যোগে ঘরবন্দি সমাজের ৪ শতাধিক অসহায় ইমাম মোয়াজ্জিন ও ইজিবাইক শ্রমিকদের মানুষের মাঝে চাল ডাল,তেল,আলোসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার দুপুর ১২টায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের মল্লিকপুরস্থ উপজেলা পরিষদের সামনে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সদস্যদের হাতে চাল,ডাল,তেল আলোসহ নিত্যপ্রয়োজনীয় ১০০ প্যাকেট খাদ্যসামগ্রী,জেলা ইজিবাইক মালিক সমিতির শ্রমিকদের হাতে ১০০ শত প্যাকেট ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যদের হাতে আরো ২০০ শত প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।

    এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শায়েক আনোয়ার হোসাইন,উপদেষ্টা মাওলানা আতাউর রহমান লস্কর,সহ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন,জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা মোঃ সোহেল আহমদ,সাধারন সম্পাদক মোঃ আনোয়ার মিয়া যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও রয়েল আহমদ প্রমুখ।

    সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন মরণব্যাধি করোনা ভাইরাসের প্রার্দুভাব বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই মরামারী থেকে বাচঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঘরে থাকার আহবান জানানোর পর দেশবাসী সাড়া দিয়ে সবাই সামাজিত দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করছেন। এজন্য সরকার প্রতিটি জেলা উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডে সমাজের অসহায় মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে সময়মতো পৌছে দেয়ার প্রানান্তর চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার একজন আদর্শের কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এবং তার ব্যাক্তিগত উদ্যোগে সুনামগঞ্জের প্রতিটি অসহায়,শ্রমিক,দিনমুজুরকে সহায়তা অব্যাহত রাখার ঘোষনা দেন। পাশাপাশি তিনি এই র্দূযোগে শুধু নয় যেকোন সময় সুনামগঞ্জবাসীর পাশে থাকার ও দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেছেন এই করোনা ভাইরাস একটি সংক্রমনব্যাধি যা মানুষ একে অপরের পাশাপাশি অবস্থান করলেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন সরকার সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অসহায়.দিনমুজুর,শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে বলেও জানান। তাই সবাইকে কোন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার আহবানও জানান তিনি।

    কুলেন্দু শেখর দাস
    সুনামগঞ্জ প্রতিনিধি।

    আরও খবর

    Sponsered content