• সিলেট

    সিলেটে করোনা সংক্রমণ রোধে নাজিরেরগাঁও লকডাউন, ত্রাণ বঞ্চিত এলাকাবাসী!

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ১১:৫৭:৫০ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ- কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও গ্রামের বাসিন্দারা এবার স্বেচ্ছায় গ্রামের প্রবেশ পথ বন্ধ করে লকডাউন করেছেন।
    নাজিরের গাঁওয়ের যুবক আব্দুস সাত্তার বলেন- মরনব্যাধী করেনা ভাইরাস সংক্রমণ এড়াতে আমাদের নিজেদের এবং অন্যদের সুরক্ষা কল্পে গ্রামের লোকজন ৯ ই এপ্রিল বৃহস্পতিবার স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করেছেন।
    গ্রামের মূল প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে লকডাউন লেখা সাটিয়ে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী।
    নাম প্রকাশে অনিচ্ছুক নাজিরের গাঁওয়ের আরেক বাসিন্দা দৈনিক ভাটি বাংলা কে জানান- ২সপ্তাহের উপরে অঘোষিত লকডাউনের প্রভাবে আমরা গৃহ অবরুদ্ধ। অনলাইন নিউজ পোর্টালে এবং টিভিতে দেখছি সারাদেশে সরকারি বেসরকারি ব্যপক খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে অথচ আমরা টুকের বাজার ইউনিয়নের নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত অধ্যুষিত নাজিরের গাঁওয়ের মানুষ এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাইনি এমনকি কোন জনপ্রতিনিধি বা নেতাকর্মীও আমাদের খোঁজ খবর নিচ্ছেন না! আমরা সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত।
    সরকারের সিদ্ধান্ত মানার কারণে গ্রামের খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে।
    এব্যাপারে টুকের বাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
    উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন এর আওতাভুক্ত বিভিন্ন পাড়া-মহল্লার লোকজন স্বেচ্ছায় বিভিন্ন এলাকা লকডাউন করেছেন।

    আরও খবর

    Sponsered content