প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ১১:০৯:৩৩ অনলাইন সংস্করণ
টিটু তালুকদার।। কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষায় সামাজিক দূরত্ব বা সঙ্গ নিরোধের পর এবার পুরো গ্রান লক ডাউন করে দিলেন দক্ষিণ সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামের যুবসমাজ। শুক্রবার সকালে তেঘরিয়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী নিজেদের রক্ষার জন্য নিজেরাই পুরো গ্রাম লক ডাউন করে দিয়েছেন । গ্রামে প্রবেশের প্রধান রাস্তা গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা সংক্রমনের ঝুঁকির কথা চিন্তা করে যুবসমাজরা বৈঠক করে গ্রামের দুটি প্রবেশ পথে জীবানুনাশক রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে কাউকে গ্রামে প্রবেশ করতে হলে তাকে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হচ্ছে।
কথা হলে তেঘরিয়া গ্রামের মৃদুল দাস, মিঠু তালুকদার, সুজন দাস, হিমেল দেব অপু, নবেল, দিলিপ,পাপ্পু তালুকদার,জুয়েল দাস জানান, আমরা নিজেকে ও গ্রামবাসিকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছি। তাঁরা আরো জনানা, জরুরী প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে তাকে জীবানুমুন্ত হয়ে প্রবেশ করতে হবে। এবং কেউ বাহিরে থেকে ফিরে আসলে তাদেরকেও জীবানুমুক্ত হয়ে গ্রামে প্রবেশ করতে হবে। সেই সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে কেউ যেন বাড়ির বাহির না হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছি।
এ ব্যাপারে কথা হয় তেঘরিয়া গ্রামের জয়কলস ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন তালুকদার এর সাথে, তিনি বলেন লকডাউনের বিষয়টি আমাদের গ্রামের যুব সমাজ আমাকে অবহিত করেছে, মরনঘাতী এই সংক্রমন ভাইরাস ও গ্রামের মানুষের নিরাপত্তার কথা ভেবে লকডাউন বিষয়ে আমিও তাদের সাথে একাত্মতা পোষণ করেছি । তেঘরিয়া গ্রামের মুরব্বী দিলীপ তালুকদার জানান, যুবসমাজের সময় উপযোগী সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তারা গ্রামের মানুষের নিরাপত্তার স্বার্থে যে উদ্দ্যেগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স চলাচলের আলাদা রাস্তা খোলা রয়েছে।