• ত্রাণ বিতরণ

    দিরাই পুকিডহর ফ্রান্স প্রবাসী এরশাদ আহমদের পরিবারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২০ , ৪:৫৩:৩১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। দিরাই উপজেলার পুকিডহর গ্রামের ফ্রান্স প্রবাসী ফ্রান্স ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও দিরাই থানা পাবলিক গ্রুপের সসম্মানিত উপদেষ্টা এরশাদ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উদ্যোগে মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকিডহর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এরশাদ আহমেদের বড় ভাই আজাদ আহমেদ প্রায় অর্ধশতাধিক পরিবার প্রধানদের হাতে নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দেন। আজাদ আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উচিৎ নিজ নিজ গ্রাম ও আশপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।

    তথ্য প্রেরণঃঃ ইমন খাঁন।

    আরও খবর

    Sponsered content