প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ৬:৩০:০৭ অনলাইন সংস্করণ
শিপলু রায় সঞ্জয়।। দিরাই’র স্বনামধন্য ক্রীড়া সংগঠন ‘দিরাই স্পোটিং ক্লাব (ডিএসএস) এর উদ্যোগে করোনায় অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।
সংগঠনের নিজ অর্থয়ানে দিরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ৫০ টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ডিএসএস’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে সদস্যবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে করোনা সংকটে কর্মহীন দরিদ্র মানুষের জীবন যাত্রা কিছুটা সহজ হবে এবং দুর্ভোগ কেটে যাবে বলে ধারনা করা যায়।
করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন হয়ে ঘরে অবস্থান করা এবং প্রয়োজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার আহব্বান জানান ডিএসএস সদস্যবৃন্দ।