• ত্রাণ বিতরণ

    হবিগঞ্জে কর্মহীনদের পাশে সদর উপজেলা ছাত্রলীগঃ ২শতাধিক পরিবারে খাদ্য সহায়তা

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ২:১৪:১৩ অনলাইন সংস্করণ

    শাহরিয়ার ইমন, হবিগঞ্জ থেকে।করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশ কার্যত প্রায় অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন ও দিনমজুরেরা। এ অবস্থায় ২ শতাধিক অসহায়ের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১১ঘটিকায় দিকে সংগঠনের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২ শতাধিক কর্মহীনদের হাতে তুলে দেয়া হয় খাদ্য সামগ্রী ।

    এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় কর্মহীনদের খুঁজে বের করেছেন ছাত্রলীগের কর্মীরা। ২ শতাধিক লোকের মধ্যে কার্ড বিতরণের মাধ্যমে তারা এই খাদ্যসামাগ্রী তুলে দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content