• আহত / নিহত

    সরকারি নির্দেশনা অমান্য করায় জগন্নাথপুরে ১ ব্যবসায়ী আটকের পর মুচলেকায় মুক্তি

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২০ , ৫:৩৫:৫৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে এক মোদিদোকান ব্যবসায়ীকে আটকের পর মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম গতকাল ৬ ই এপ্রিল রোজ সোমবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা মূলক প্রচারণা ও বাজার মনিটরিং করেছেন। মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যার পরও ব্যবসা চালিয়ে যাওয়ার অপরাধে উপজেলার কলকলিয়া বাজারস্থ জয়কালী ভেরাইটিজ স্টোরের মহাজন মৃদুল বাবুকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম। সরকারি বিধিনিষেধ অমান্য করে আর কখনো এমন কাজ মৃদুল বাবু করবেন না মর্মে মুচলেকা দিয়ে তাৎক্ষণিক ভাবে মুক্তি পেয়েছেন।
    এসময় জগন্নাথপুর থানার এএসআই মোঃ জাকির, সাংবাদিক মোঃ হুমায়ূন কবীর ফরীদি ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ প্রমূখ।
    উল্লেখ্য করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা থাকার লক্ষে জগন্নাথপুর উপজেলার সবকটি হাট-বাজারে এক মাত্র ঔষধ এর ফার্মেসী ব্যতীত মোদিদোকান ও কাঁচা বাজার সহ নিত্যপ্রয়োজনীয় দোকান সকাল থেকে বিকাল তিন ঘটিকা পর্যন্ত খোলা থাকার সরকারি নির্দেশনা রয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শেলুন, রেস্টুরেন্ট ও খাওয়ার হোটেল সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content