প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ১০:২০:৪৭ অনলাইন সংস্করণ
মোঃ ওহিদুল ইসলাম, কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট বাজারে রবিবার রাত অনুমান সাড়ে ৮ টায় নিজ দোকানে ধারালো ছুরির আগাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম কামাল উদ্দিন। তিনি উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা দক্ষিণ গ্রামের আব্দুল হকের পুত্র। জানাযায়, রাত অনুমান সাড়ে ৮টায় তার নিজ দোকানে একা পেয়ে কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের লাল মিয়ার পুত্র সেবুল আহমদ ধারালো ছুরি দিয়ে কামালের বুকে আগাত করে। এ সময় কামালের সুর-চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে হামলাকারী সেবুল আহমদ কে ধারালো ছুরি সহ আটক করে কানাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে আহত কামাল আহমদকে স্থানীয় লোকজন দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে এ হামলা হয়েছে এ বিষয়ে কিছুই জানা যায়নি।
কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, কানাইঘাট বাজারে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের দেয়া এক যুবককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি বলে জানান তিনি।