• আহত / নিহত

    সিলেট বিভাগে ১ম করোনা রোগীর মৃত্যুঃ বাড়ি মৌলভীবাজারের রাজনগরে

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৫:৪৭:১০ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন। রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে বিষয়টি আই নিউজকে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।
    সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে- রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন।
    ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।
    মারা যাওয়া সেনচু মিয়া (৪৫) শনিবার (৪এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান।
    তিনি পান-সিগারেট দোকানদার ছিলেন। স্থানীয়ভাবে কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই।
    সিভিল সার্জন জানান, সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা দেওয়া আছে।
    ওই বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
    রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন- ওই বাড়িসহ আকুয়া গ্রাম ‘লকডাউন’ করা হবে।
    এদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ব্যক্তি স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যকর্মীসহ সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক।
    সূত্র- আই নিউজ

    আরও খবর

    Sponsered content