• সুনামগঞ্জ

    ছাতকে ডাক্তারদের মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরন করলেন-এমপি মানিক

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ২:১৭:০৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে আইসোলেশন ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আইসোলেশন ইউনিটের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহবুর রহমান মানিক।
    উদ্বোধন শেষে তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ছাতক ও কৈতক হাসপাতালসহ উপজেলার ৩০ কমিউনিটি ক্লিনিকে কর্মরত ডাক্তার ও কমিউনিটি হেলথ প্রোবাইডারদের জন্য ৪০টি পিপিই, ৩৬০টি সার্জিকেল মাস্ক, ১৭৫টি ক্যাপ, ৫৮ জোড়া গøাভস, ২৪৮টি সেভলন সোপ, ৬৮টি হ্যান্ড স্যানিটাইজার, ১৪৪টি টিস্যু বক্স ও ৪০টি বালতি-মগ সংশ্লিষ্টদের নিকট হস্থান্তর করেন।
    এ সময় এমপি মানিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ আন্তরিকতার সাথে কাজ করছে।
    এ পরিস্থিতি উত্তোরণে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। পাশা-পাশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি। এমপি মানিক আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মহান আল্লাহ আমাদেরকে অনেক ভালো অবস্থানে রেখেছেন। এর জন্য তিনি আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    এ সময় সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামস উদ্দিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, ডা. সাইদুর রহমান, ডা. তোফায়েল আহমদ সনি, ডা. কবির আহমদ, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. মানস তালুকদার, ডা. রায়হান উদ্দিন, ডা. ইশরাত জাহান, ডা. মাহমুদা বেগম, ডা. গোলাম মর্ত্তুজা ফয়সল ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content