প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ১১:২৮:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ নাইম তালুকদার।। করোনাভাইরাসের প্রকোপে সারাদেশে ন্যায় দিরাইয়ের পল্লী অঞ্চলের প্রায় সব মানুষ গৃহবন্দি। দেশজুড়ে অঘোষিত লকডাউনের পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওর অঞ্চলের নিম্নবিত্তরা। তিন বেলা খাবার জুটাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সরকারের চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্বাধীনতা পুরষ্কার ২০২০ এ প্রফেসর ড. এম ইউ কবীর চৌধুরী।
নিজ উদ্যোগে দিরাইয়ের হাওর অঞ্চলের প্রায় চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উনার মনোনীত প্রতিনিধি ভাটিপাড়ার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ।
রবিবার ৫-ই এপ্রিল সকাল থেকে দিন ব্যাপী ও দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রফেসর ড. এম ইউ কবীর চৌধুরী, মুঠোফোনে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে । তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন সততাই শক্তি, মানবতাই মুক্তি।
তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সর্ব শ্রেনীর বিত্তবান মানুষের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন,
ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ আলম তালুকদার, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,
মোঃসাজিদুল ইসলাম, দিরাই প্রেসক্লাবে অর্থ বিষয়ক সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।