• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে সরকারি চাল কালোবাজারে বিক্রি, ডিলার গ্রেপ্তার

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:০২:৩২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রবিন দেব নামক এক ডিলারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

    স্থানীয় একাধিক সুত্রে জানাযায় , গতকাল ৩রা এপ্রিল রোজ শুক্রবার ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের ডিলার রবিন দেব কালোবাজারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অন্যত্র বিক্রি করেছেন এমন অভিযোগ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ডিলারের দোকান তালাবন্ধ অবস্থায় দেখতে পান। এ সময় কোনো লোকজনকে পায়নি পুলিশ।
    বিষয়টি তদন্তের জন্য জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর নির্দেশে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রব ৪ ঠা এপ্রিল রোজ শনিবার বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে যান। তদন্তকালে তিনি দেখতে পান, মাস্টার রোলে যেসব দরিদ্র লোকজনের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে চাল বিতরণ না করে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাইলগাঁও গ্রাম নিবাসী সাবেক ইউপি মেম্বার অধির রঞ্জন দেব এর ছেলে ডিলার রবিন দেবকে আটক করা হয়।
    তদন্তকারী কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রব জানান, প্রাথমিক তদন্তে চাল বিতরণে অনিয়ম প্রমাণিত হওয়ায় ডিলার রবিন দেবকে আটক করা হয়েছে। তদন্তকালে কালোবাজারে বিক্রিকৃত সরকারি ৫ বস্তা চালের প্রমাণ মিলেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, অভিযোগে পেয়ে একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়। অনিয়মের দায়ে একজনকে আটক করা হয়েছে। চাল কেলেঙ্কারি কোনোভাবে বরদাশত করা হবে না।
    জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন , সরকারি চাল কালোবাজারে বিক্রির দায়ে আটককৃত ডিলার রবিনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

    আরও খবর

    Sponsered content