প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ৬:২৮:৩৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জে ছেলের বউয়ের সঙ্গে কলহের জের শাশুড়ির আত্মহত্যার।
নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত লেদারবন্দ গ্রামের ইনু মিয়ার স্ত্রী হোছনারা বেগম (৪৫) বিষপানে আত্মহত্যা করেন।
ছেলের বউয়ের সঙ্গে কলহের জের ধরে শাশুড়ির বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল প্রায়ই ১০টার দিকে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ছোট ছেলের স্ত্রীর সঙ্গে হোছনারা বেগমের ঝগড়া হয়।
এরপর তিনি বিষপান করেন।
একপর্যায়ে তাকে স্থানীয় বাদাঘাট বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তার পেট থেকে বিষ বের করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে ফের ছোট ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি হোছনারা বেগমের কলহ হয়। কলহের এক পর্যায়ে শাশুড়ি হোছনারা বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হোছনারা বেগমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
পরে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা বিকাল ৪:৩০ মিঃ দিকে তাকে মৃত ঘোষনা করেন।
সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, পারিবারিক সমস্যা নিয়ে ছোট ছেলের বউয়ের সঙ্গে কলহের জের ধরে বিষপানে শাশুড়ির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি এবং লিখিত ভাবে এখনো কোনো অভিযোগ পাইনি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে লাশ দাফন করার অনুমতি দেন।
শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে এগারোটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।