প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ৫:৫০:৪১ অনলাইন সংস্করণ
শাহারিয়ার ইমন,হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস ঠেকাতে বিধিনিষেধ এর কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের সহায়তার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার ১১ ঘটিকায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগে সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি, সহ জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন করোনার প্রভাবে হবিগঞ্জ জেলায় ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে, তাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে তা হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব, আতঙ্ক নয়,সচেতনতা ও সাবধানতাই পারে করোনাভাইরাস প্রতিরোধ করতে।