প্রতিনিধি ৩১ মার্চ ২০২০ , ৬:১৭:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস এর প্রভাবে বেকার হয়ে যাওয়া খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সবধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের হত-দরিদ্র মানুষ। সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, ভূমিহীন ও বেদে সম্প্রদায়ের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত ব্যক্তিগত উদ্যোগে ৩১ শে মার্চ রোজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া কর্মহীন হত-দরিদ্র দিনমজুর, ভূমিহীন ও বেদে সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মুশুরী ডাল ও ১ লিটার তৈল করে ৫০ টি পরিবারের মধ্যে বিতরণ করেছেন।
এ সময় সেনাবাহিনীর মেজর আখনুর রহমান ও জগন্নাথপুর থানা পুলিশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।