• লিড

    দোয়ারাবাজার উপজেলাবাসীর উদ্দেশ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেম’র আবেগঘন আহ্বান

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২০ , ১০:২২:৪২ অনলাইন সংস্করণ

    সম্মানিত দোয়ারাবাজারবাসীর বিবেকের কাছে একটি প্রশ্ন?
    ——————————————————-
    প্রিয় দোয়ারাবাজারবাসী, আসসালামু আলাইকুম। 

    আমি জানি আপনারা আমার মতোই খুব একটা ভাল নেই। তবুও দু’একটা কথা আপনাদেরকে না বললে আমি অন্তত শান্তি পাচ্ছিনা।বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তান্ডব শুরুর পর থেকে সরকারের নির্দেশনা ও আমাদের সুনামগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ সর্বোপরি নিজের বিবেক ও ঈমানী দায়িত্ব হিসাবে মৃত্যুঝুকিকে সঙ্গী করে অত্র থানার সকল অফিসার ও ফোর্সগনকে নিয়ে থানা এলাকার মানুষজনকে সতর্ক এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ অনুরোধ করে যাচ্ছি।
    গতকালও ২৮/০৩/২০২০ ইং তারিখ অত্র উপজেলার সব চাইতে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মাননীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বেশ কয়েকজন সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মৃত্যুঝুকি নিয়েই অত্র উপজেলার বিভিন্ন হাটবাজারে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। মানুষজনকে দু’হাত তুলে করজোড়ে আবেদন জানিয়েছি যে, আপনারা এই অল্প কয়েকটা দিন ঘরে থাকুন, অযথা রাস্তাঘাট বাজারে আড্ডা মারবেন না।নিজে বাচুন, পরিবারকে বাচান সর্বোপরি এই গরীব দেশটাকে বাচান।আমরা বুঝানোর চেষ্টা করেছি সতর্কতা এবং একমাত্র সতর্কতাই এই মহামারি থেকে আমরা পরিত্রান পেতে পারি।আমরা যদি সাবধান না হই তবে সামনে যে কি ভয়ংকর পরিস্হিতি অপেক্ষা করছে তা একমাত্র মহান রাব্বুল আলামিনই জানেন।করোনার তান্ডবে পুরো পৃথিবী আজ লন্ডবন্ড।আমাদের দেশটা গরীব, বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল।অন্য সময় আমাদের বিভিন্ন দূর্যোগে বিদেশী বন্ধু রাষ্ট্রসমূহ সাহায্যের হাত বাড়িয়েছে কিন্তু এবার আর এই সুযোগ নেই। কারণ তারা নিজেরাই করোনা মোকাবেলায় নাস্তানাবুদ, হিমশিম খাচ্ছে।আমরা মানুষজনকে বলেছি নিজের ভালো-মন্দ বুঝার চেষ্টা করুন।করোনা কাউকে করুনা করেনা।আমি মনে করি আমাদের এই চেষ্টার কোন ত্রুটি ছিলোনা। আমরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আজকের খবর হলো বাজারের দোকানদাররাসহ কেউই কথা শুনছেন না,সাস্হ্যবিধি মানছেন না। কারোরই বোধোদয় হয়নি।অনেকটা আগের মতই।করোনা ভাইরাসকে নিয়ে অনেকে ঠাট্টা মশকরা করছেন।আমাদের সকল চেষ্টা, করজোড়ে মিনতি সবকিছুই ব্যর্থ হয়ে যাচ্ছে।আমাদেরকে জনগনের সাথে মানবিক আচরণ করার জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন। মানবিক আচরণ করছিও বটে।এই জীবনে কখনোই অমানবিক হইনি।আর কত মানবিক হলে মানুষজন কথা শুনবে ভেবে পাচ্ছিনা।মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে হেফাজত করুন।

    লেখক :মো:আবুল হাশেম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দোয়ারাবাজার থানা,সুনামগঞ্জ।

    আরও খবর

    Sponsered content