প্রতিনিধি ২৫ মার্চ ২০২০ , ৫:০৭:১৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে জগন্নাথপুর- বিশ্বনাথ- রশীদপুর সড়ক এবং জগন্নাথপুর-পাগলা সড়কে মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কমিটির নির্দেশনানুযায়ী মরনব্যাধী করোনাভাইরাস প্রতিরোধ এর লক্ষে জগন্নাথপুর -পাগলা এবং জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর সড়কে ২৫ শে মার্চ গণপরিবহন চলাচল করেনি। তবে সকালের দিকে সিলেট থেকে বিচ্ছিন্নভাবে দুই তিনটি বাস জগন্নাথপুরে আসলেও দুপুর থেকে আর বাস আসা যাওয়া করেনি।এদিকে জগন্নাথপুর পৌরশহরের সদরে সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ছোট আকারের যাত্রীবাহী যান চলাচল পুলিশ বন্ধ করে দিয়েছে।পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলার সড়ক পরিবহন সমিতির সভাপতি নিজামুল করিম জানান, করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনিক নির্দেশনা অনুয়ায়ী আজ ২৫ মার্চ থেকে আমরা গণপরিবহন চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি। জগন্নাথপুরের অভ্যন্তরীন সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করবেনা।