প্রতিনিধি ২৩ মার্চ ২০২০ , ৮:৪৬:৩০ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বড়দল (উঃ) ইউনিয়ন মানিগাও গ্রামের স্থানীয় ইলেকট্রিশিয়ান আলা উদ্দিনের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে ভূয়া আবেদনকারী দিয়ে মিথ্যে একটি অভিযোগ দায়ের করে কিছু দুষ্কৃতকারী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর।
বিগত ০২/০৩/২০২০ইং তারিখে দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে মানিগাঁও গ্রামে ট্রান্সফর্মার বাবদ ৮০০০/= টাকা ও ২০ জন গ্রাহকের কাছ থেকে ১১০০/=টাকা নিয়ে বিদ্যুৎ সংযোগ না দিয়ে প্রতারণা করেছে আলা উদ্দিন়।
এ বিষয়ে আলাউদ্দিন ও তার ছোট ভাই আমির উদ্দিন বলেন বিদ্যুৎ ব্যাপারে কোন টাকা-পয়সা গ্রাহকরা আমাদেরকে দেয়নি এবং বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা এ বিষয়ে কিছুই জানেন না, এছাড়াও অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই এ বিষয়ে অবগত নন এমনকি নিম্ন স্বাক্ষরকারীগন বলেন তাহারা কেহ স্বাক্ষর বা টিপসহি সম্পাদন করেন নি।
এব্যাপারে অভিযোগ পত্রে নামোল্লেখকারী ব্যক্তিবর্গ বলেন- মিথ্যার আশ্রয় নিয়ে কিছু অসাধু ও খারাপ প্রকৃতির ব্যক্তি তাদের হীন প্রচেষ্টা বাস্তবায়নের লক্ষ্যে মিথ্যা বানোয়াট অভিযোগ আমাদের নাম আবেদনকারী হিসেবে দায়ের করায় আমরা নিম্ব স্বাক্ষরকারীগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযোগটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করছি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষকে।
এ বিষয়ে আলাউদ্দিনের আকুল আবেদন যে, বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক অসাধু খারাপ প্রকৃতির ব্যক্তিগণকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেন হয়।
বড়দল (উঃ) ৪নং ওয়ার্ডের ইউ,পি সদস্য নোয়াজ আলীর কাছে এবিষয়ে জানতে চাইলে
উনি বলেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি একটা ভুল বোঝাবুঝি ছিল আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছি। তিনি আরো বলেন অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা এ বিষয়ে কেউ অবগত নয় এবং এ বিষয় তারা কিছুই জানেন না।