• সুনামগঞ্জ

    জগন্নাথপুরের কলকলিয়ায় এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয় সাপেক্ষে গ্রামীণ সড়কের নির্মাণ কাজ চলছে

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২০ , ৫:৩৬:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কলকলিয়ায় প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয় সাপেক্ষে একটি গ্রামীণ সড়কের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে সড়কের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এতে এলাকাবাসীর মনে আনন্দ বিরাজ করছে।

    জানাযায়, পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলিয়া বাজার পয়েন্ট হইতে কলকলিয়া -মোকামপাড়া ও বালিকান্দী গ্রামবাসীর(বালিকান্দী গ্রামের ভিতরের সড়ক) চলাচলের সড়ক বালিকান্দী গ্রাম নিবাসী আব্দুল হাসিম মেম্বার এর বাড়ীর ব্রীজ সংলগ্ন এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পাকা করনের কাজ করছে সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ।আজ ২৩ শে মার্চ রোজ সোমবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ইতিমধ্যে এই সড়কের আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মেঘাডম এর কাজ চলছে।
    এই সড়কের কাজের দায়িত্বে থাকা লাইন সুপারভাইজার মোঃ ইমদাদুল হক মিলন এক প্রশ্নের জবাবে বলেন,সড়কে কাজ করার ফলে এলাকাবাসীর চলাচলে সাময়িক অসুবিধা হচ্ছে। এই অসুবিধা লাগবে বেশী শ্রমিক খাঁটিয়ে দ্রুততার সহিত কাজ শেষ করার চেষ্টা করছেন। তিনি আশাবাদী দশ- পনের দিনের মধ্যে কার্পেটিং সহ পুরো কাজ সম্পন্ন করতে পারবেন।
    এই কাজ সম্পর্কে এলাকার একাধিক সচেতন ব্যাক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, এই সড়ক দিয়ে বর্ষায় কাঁদা পানি মারিয়ে দিনের পর দিন তিনটি গ্রামের স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী  ছাত্র -ছাত্রী ও লোকজন যাতায়াত করে আসছি।পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় সড়কটি পাকাকরণ হচ্ছে।আমাদের দুর্ভোগ লাগব হতে চলেছে। এতে আমরা আনন্দিত। মন্ত্রী মহোদয়ের নিকট চির কৃতজ্ঞ। এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, কাজের মান তুলনামূলক ভাবে খুবই ভালো। ঠিকাদারি প্রতিষ্ঠান আন্তরিকতার সহিত কাজ করছেন।

    আরও খবর

    Sponsered content