প্রতিনিধি ২২ মার্চ ২০২০ , ২:২২:০৯ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও।।। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় হঠাৎ করে ঠাকুরগাঁওয়ে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপন্যের দাম বেড়েছে ।অধিক মুল্যে পন্য বিক্রি করার অপরাধে ৯ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলার সচেতন মহলের অভিযোগ, করোনা আতংকে সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বেশী কিনছে। আর এটি কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। প্রতি কেজি চাল ৮-১০ টাকা বেশি দরে বিক্রি করছে মুনাফাখোর ব্যবসায়ীরা। ৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। একই ভাবে দাম বেড়েছে ভোজ্য তেলসহ নানা পন্যের। তবে সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও স্থিতিশীল রয়েছে মাছ-মাংসে।খোচাবাড়ি হাটের মুদি দোকানদার মো. বাবুল বলেন কিছু মানুষ আতংকিত হয়ে তেল –সাবান, লবনসহ অন্যান্য পন্য অতিরিক্ত কিনছে । গ্রোসারী বণিক সমিতির নেতা বুলবুল হোসেন বলেন, সরবরাহ ঠিক আছে তবে কতিপয় ব্যবসায়ী বেশী দামে পন্য বিক্রি করছে । অপরদিকে জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পন্যেও মূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের মনিটরিং কমিটি করেছে। চালের মুল্য বৃদ্ধির প্রসঙ্গে চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন-চালের বাজার নিয়ন্ত্রণ আছে । কেউ এ সুযোগে মূল্য বৃদ্ধি করলে আমরা তার ব্যাবস্থা নেবো। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন বাজার নিয়ন্ত্রণে ৫টি মনিটরিং টীম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষনিক বাজার মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।