• লিড

    সিলেটে করোনায় ১ম মৃত্যুঃ যুক্তরাজ্য ফেরত নারী ছিলেন আইসোলেশনে

      প্রতিনিধি ২২ মার্চ ২০২০ , ৬:০১:৫৮ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন আইসোলেশনে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। গত রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এটা সিলেটে করোনায় আক্রান্ত হিসেবে সন্দেহভাজন প্রথম কোনো মৃত্যুর ঘটনা।
    বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান- গত শুক্রবার এ নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স পঞ্চাশের উপরে। গত কয়েকদিন আগে তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন।
    সিলেটে করোনাভাইরাস সন্দেহভাজন নারীর মৃত্যুর পর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে। এছাড়া শনিবার নতুন করে আরও চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
    এদিকে সিলেটে গত শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৬২ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এ নিয়ে সর্বমোট জেলায় ৭৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া হাসপাতালে শুক্রবার (২০ মার্চ) রাতে আরও দুইজনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সবমিলিয়ে হাসপাতালের কোয়ারেন্টাইনে আছেন ৪ জন।
    শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তবে রোববারের সর্বশেষ তথ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
    সূত্রঃ সিলেট ভয়েস।

    আরও খবর

    Sponsered content