• অনিয়ম / দুর্নীতি

    সিন্ডিকেটের কাছে জিম্মি ছাতক-দোয়ারাবাজার সীমান্তের পাথর ব্যবসায়ীরা

      প্রতিনিধি ২১ মার্চ ২০২০ , ৬:৪৯:২১ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়া : এলাকাবাসী ও চেলা-ইছামতি ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার এসোসিয়েশন এর মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলা সীমান্তের চুনাপাথর আমদানি কারক ও ব্যবসায়ীরা। ছাতক লাইম স্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার গ্রুপ সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার চেলা ও ছাতক উপজেলার ইছামতি নদীর দুই তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের ৬০/৭০ জন পাথর আমদানি কারক ও ব্যবসায়ীদের জিম্মি করে রাখায় তারা সরকারি শুল্ক জমা দিতে পারছেনা। শুল্কায়নের সাথে যুক্ত সিএন্ডএফ এজেন্টগনকে ওই সিন্ডিকেটের সদস্যরা নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুল্ক জমা না দিতে পারায় সরকারও হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বিগত ৭ বছর যাবৎ ওই লাইম স্টোন ইম্পোটার্স সিন্ডিকেট স্থানীয়দের বাধাগ্রস্ত করছেন।’ বক্তারা ওই সিন্ডিকেটের কবল থেকে স্থানীয় ব্যবসায়ীদের রক্ষার দাবি জানিয়েছেন।

    শনিবার বিকালে স্থানীয় ইছামতি বাজারে চেলা-ইছামতি ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার এসোসিয়েশনের কার্যালয়ে কামরুজ্জামানের পরিচালনায় ও সাবেক ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা চমক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আবদুল হাই, ব্যবসায়ী মওলানা সিরাজুল হক, ইউপি সদস্য জয়নাল আবেদিন, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, নুরুল হক, ব্যবসায়ী আক্তার হোসেন, ফজল করিম, মিলন সিংহ প্রমুখ।##

    আরও খবর

    Sponsered content