প্রতিনিধি ১৯ মার্চ ২০২০ , ৬:২১:১৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র এক হাজার নারী পূরুষের মাঝে শাড়ি ও লঙ্গী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফার সভাপতিত্বে ও তার নিজস্ব অর্থায়নে বাগলী বাজারে শাড়ি ও লঙ্গী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদ চৌধুরী খসরু, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শেখ ওমর আলী, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন সাধারন সম্পাদক মাহিদুল হায়দার লিটন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, ১নং ওয়ার্ড কৃষকলেিগর সভাপতি আরিফুল ইসলাম,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক তোফাজ্জল শাহ,সেলিম রেজা, মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ ছোরাব হোসেন,থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সামছুল আলম আখঞ্জী টিটু,১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আইনাল মোল্লা,সহ সভাপতি আলমগীর হোসেন,১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোঃ আব্দুল গফুর, ছাত্রলীগের সভাপতি মোঃ শিপন মিয়া সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জয় প্রমুখ।
১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক হিসেবে আজীবন আমার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষজনের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।