• অনিয়ম / দুর্নীতি

    দিরাইয়ে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ ভারতীয় পণ্য ও নাসির বিড়ি

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ৪:৫৭:৫৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাণকেন্দ্র সহ অত্র উপজেলার বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে ভারতীয় শেখ নাসির উদ্দীন বিড়ি। প্রতিনিয়ত সরকারের লাখ লাখ টাকা রাজস্ব কর ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় হরদমে চলছে ভারতীয় অবৈধ নাসির উদ্দীন বিড়ির রমরমা ব্যবসা। হাতের নাগালের নাসির উদ্দীন বিড়ি ছাড়াও এইসব বিড়ির দোকানে গাজা ও পাওয়া যাচ্ছে। দিরাই পৌরশহরের বিভিন্ন রোডে নাসির উদ্দীন বিড়ি হাত বাড়ালেই এখন পাওয়া যাচ্ছে। অনুসন্ধানে জানাযায়, দিরাই উপজেলার সব ক’টি এলাকায় দিরাই বাসটেন্ডে দিয়ে প্রতিনিয়ত ট্রাক ভর্তি হয়ে নাসির উদ্দীন বিড়ি ছাড়াও ভারতীয় অবৈধ মালামাল ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে অসাধু ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন যে যার মতো । নাম প্রকাশে অনিচ্ছুক দিরাই পৌরশহরের এক বাসিন্দা জানান, নাসির উদ্দীন বিড়ি তো আসলেই অবৈধ কিন্তু আমাদের দিরাইয়ে ইদানীং অবৈধতার সয়লাবে ছেয়েগেছে সমগ্র দিরাই। এখন হাত বাড়ালেই মিলছে ভারতীয় অবৈধ নাসির উদ্দীন বিড়ি। দিরাই বাসটেন্ডে দিন দুপুরেই জাকির ষ্টোরে বিক্রি হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার টাকার নাসির উদ্দীন বিড়ি ও অনেক ভারতীয় অবৈধ কসমেটিকস। অনুসন্ধানে আরো জানা যায়। দিরাই মধ্যবাজারস্থ আখড়া পয়েন্টে দিরাই উচ্চ বিদ্যালয় রোডে ও হারানপুর রোডে। এব্যাপারে দিরাই থানার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়ত হোসেন সিকদার বলেন, বিষয়ে আমাদের কোন কিছু জানা নেই। যদি আমরা কোথায় এ ধরনের অবৈধ কিছু পেয়ে থাকি সাথে সাথে ব্যবস্থা নিব। এরপর ও আমি ওসি কে বলিতেছি। এসবের বিরুদ্ধে থানা পুলিশকে অবগত করার জন্য।

    আরও খবর

    Sponsered content