প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ১২:৩৪:৪৭ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও।। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও চোখের ছানি অপারেশন করা হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক এর সহযোগীতায় মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে গরীব ও অসহায় রোগীদের মাঝে এ সেবা প্রদান করা হয়।বিনামূল্যে এ চোখের চিকিৎসা ও সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী।
উল্লেখ্য,১৭ মার্চ সকাল থেকে প্রায় তিনশ রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য বাছাই করা হয়।