• সভা/সেমিনার

    তাহিরপুরে দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

      প্রতিনিধি ১১ মার্চ ২০২০ , ১০:৩২:৫৬ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্য থেকে ১ম ২য় ও ৩য় নির্বাচিত করা হয় এবং ১ম স্থান অধিকার করেন তানিয়া সুলতানা শমী ২য় স্থান অধিকার করে তিথী সরকার ও ৩য় স্থান অধিকার করে সাদিয়া জাহান রুপা সবাই তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থী।

    আরও খবর

    Sponsered content