• লিড

    ঠাকুরগাঁওয়ে অভিনেতা লিটু আনামের বড়িতে অচেতন করে দুর্ধর্ষ চুরি

      প্রতিনিধি ১০ মার্চ ২০২০ , ১২:০৯:২১ অনলাইন সংস্করণ

    মাহমুদ অঅহসান হাবিব,ঠাকুরগাঁওঃ জনপ্রিয় টিভি তারকা ও অভিনেতা লিটু আনামের নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মুল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে শহরের আশ্রমপাড়া শিশুপার্ক সংলগ্ন তার পৈত্রিক বাড়িতে চেতনানাশক ঔষধ ব্যাবহার করে চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানাযায়, গত সোমবার দুপুরে খাবার খেয়ে লিটু আনাম ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে তার বড় ভাইয়ের স্ত্রী খায়রুন হাফিজা বিভা ও তার অসুস্থ্য মা সালেহা খাতুন ছিলেন। বিকেলের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এর পরে তারা সেদিন আর জাগনা পাননি তাই রাতের খাবারও খেতে ওঠেননি। পরের দিন গতকাল মঙ্গলবার ভোরে লিটু আনামের বড় ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সব জিনিসপত্র অগোছালো ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে তিনি সবাইকে খবর দেন। লিটু আনামের বড় ভাই সাবেক পৌর কমিশনার পারভেজ আনাম জানান, পারিবারিক কাজে আমি ঢাকায় অবস্থান করছিলাম। ঘটনার দিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলোনা। দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে দিয়েছিলো বলেই আমার মা ও স্ত্রী এতো লম্বা সময় তারা অচেতন ছিলেন। লিটুর সাথেও কথা বলে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি, কারন ঢাকায় ফেরার পরও তার তন্দ্রা কাটছিলোনা। আমার স্ত্রীর কাছে জেনেছি প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে অথবা কক্ষে স্প্রে জাতিয় কিছু ছিটিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অপরাধীদের ধরতে ও মালামাল উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে । উল্লেখ্য, গত কয়েকমাস ধরে জেলার পীরগঞ্জ, রানিশংকৈল ,রুহিয়া সহ সদরের পৌর এলাকায় অভিনব কায়দায় এধরনের চুরির ঘটনা একাধিকবার সংঘটিত হয়েছে। এ ধরনের আসামী ধরার পরে কিছুদিন জেল খাটার পরে জামিনে বেড়িয়ে এসে আবারো একই রকম অপরাধ করে বলে জানান ওসি তানভীর।

    আরও খবর

    Sponsered content