প্রতিনিধি ৬ মার্চ ২০২০ , ৪:৫০:১৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ- সম্প্রতি মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শাল্লা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তকবির হোসেনকে দেখতে আজ রাত সাড়ে ৮ টায় সিলেট রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর সামছুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সিলেট জেলা যুবলীগ নেতা ও দৈনিক ভাটি বাংলা উপদেষ্টা মোঃ রেদোয়ান মাহমুদ চৌধুরী, ছাত্রলীগ নেতা সুজন আহমদ ও ছাদিক চৌধুরী প্রমুখ।
এছাড়াও দিরাই শাল্লার অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেখতে আসা নেতৃবৃন্দ আহত যুবলীগ নেতা তকবিরের শয্যা পাশে কিছু সময় কাটান এবং আশু রোগমুক্তি কামনা করেন।