• মানববন্ধন

    সুনামগঞ্জ জেলা বিএনপির মানববন্ধনঃ পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ

      প্রতিনিধি ২ মার্চ ২০২০ , ১:৫৬:২৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:  ওয়াসার পানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
    সোমবার (২মার্চ) দুপুরে পৌর শহরের পুরতান বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড.মল্লিক মঈনুদ্দিন সুহেল,আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক কামরুজামান কামরুল,য়ুগ্ম- সম্পাদক নুর হোসেন,অ্যাভোকেট জিয়াউর রহমান শাহিন প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন,দেশের হাজার হাজার কোটি টাকা লুটেরা বিদেশে পাচার করতেই বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়েছে সরকার।জনবিচ্ছিন্ন সরকার জনগনের স্বার্থে কোন কাজ করে না লুটেরাদের স্বার্থে কাজ করে। তারা বিদ্যুৎ ও পানির দাম কমানোর দাবি জানান।

    আরও খবর

    জামালগঞ্জে ইউএনও প্রিয়াংঙ্গা পালের  বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

    সুনামগঞ্জের সৎ ও দক্ষ সিভিল সার্জন ডা: তওহীদ আহমদ কল্লোলের বদলী বাতিল করে স্বস্থানে বহালের দাবী মানববন্ধন

    চা শ্রমিককে মারধরের অভিযোগে ইউপি সদস্যদের বিরুদ্ধে জুড়ীতে মানববন্ধন

    সুনামগঞ্জের চন্ডিঢহর খেয়াঘাটের ইজারদার কর্তৃক শ্রমিকদের নিকট চাঁদা দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    দিরাই উদ্বোধনকৃত ফায়ার স্টেশন চালু করার দাবীতে দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘের মানববন্ধন সম্পন্ন

    ভোলায় শিক্ষক ইসমাইল হোসেনের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

    Sponsered content