প্রতিনিধি ১ মার্চ ২০২০ , ১:১৩:০০ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে। তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় গাঁজা,১টি প্লাটিনা মটরসাইকেলসহ এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবির জোয়ান । আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার সময় লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ ১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে । আটককৃত মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার চিনাকান্দি পোষ্ট অফিস এলাকার লক্ষ্মীরপাড় গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ লাল চান (৩৫)।সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।