• সংবর্ধনা / উদ্বোধন

    জগন্নাথপুরে অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিনকে বিদায় সংধর্বনা প্রদান

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২০ , ৫:৪৬:০৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিন সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিন সাহেবকে বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার অত্র মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এহসানুল করিমের সভাপতিত্বে ও শিক্ষক আজমল হোসেন জামী এবং অলিউর রহমান এর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মাওলানা মোঃ ছমির উদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া , জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ মিজানুর রশিদ ভূঁইয়া, সিলেট এমসি কলেজের সহকারি অধ্যাপক ইকড়ছই মাদরাসার সাবেক ছাত্র শেখ মোঃ নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড, মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, উপজেলা যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শফিকুল ইসলাম লিলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না , মাদরাসার সাবেক শিক্ষার্থী প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মতলিব, যুক্তরাজ্য প্রবাসি জমশেদ আলী, সুন্দর আলী ও হাজী মতছির আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
    পরি শেষে সংবর্ধিত অতিথি মাওলানা মোঃ ছমির উদ্দিন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

    আরও খবর

    Sponsered content