• সুনামগঞ্জ

    তাহিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২০ , ২:৩১:০৮ অনলাইন সংস্করণ

    আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি।।

    সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুছ ছোবাহান আখঞ্জি,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অুপম রায়,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমূখ।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে ২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পতবক অর্পন করা হয়। সকাল ৮টায় উজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরীর র‌্যালী করা হয়।

    আরও খবর

    Sponsered content