• সুনামগঞ্জ

    রেললাইন সুনামগঞ্জ হয়ে ময়মনসিংহ যাবে, জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২০ , ৯:০৩:১০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক সু-শিক্ষিত জাতি গঠনে কাজ করছে। সরকার প্রত্যেক বছর শিক্ষার্থীদের বিনামূল্য বই দিচ্ছে । হাজার হাজার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করছে। আগামী ২০ বছর পর বাংলাদেশ বিশ্বের সমৃদ্ধ দেশ হিসেবে রুপান্তরিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেলে মেয়েরা পড়ালেখা ও চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। এখন আমরা কাজের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছি। অপেক্ষা করুন অচিরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে কাজের জন্য আসবে।তিনি বলেন, ঢাকা-সিলেট রুটে ডাবল রেল লাইনের কাজ করছি। এই রেল লাইন সুনামগঞ্জ হয়ে ময়মনসিংহে যাবে । আমরা ঢাকা-সিলেট মহাসড়ককে ৬ লেনে প্রসস্তকরণের কাজ শুরু করছি। আকাবাকা সড়ককে সোজা করে দেয়া হবে। যাতে কম সময়ের মধ্যে যাতায়াত করা যাবে।বাংলাদেশের উন্নয়নের জন্য এখন কাজের সময় চলছে। আমরা সেই সময় কে কাজে লাগিয়ে উন্নয়ন কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ সহ সর্বত্র উন্নয়নের মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছি এই অগ্রযাত্রা যাতে কেউ রুখতে না পারে সে দিকে খেয়াল রাখতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত গ্রামাঞ্চল ও হাওরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দিনরাত কাজ করছি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও নারী শিশুদের কল্যানে সরকার নানা উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। দেশ এখন খাদ্যে স্বনির্ভর। মাছ, মাংস সবজির পর্যাপ্ত জোগান আমাদের রয়েছে। বেড়েছে আমাদের গড় আয়ূ। তিনি আওয়ামী লীগের প্রতি অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত করনে বিশেষ অবদান রাখায় গড়গড়ি লন্ডনী প্রবাসী সংঘের উদ্যাগে ২০ শে ফেব্রুয়ারি বিকালে বিদ্যালয় মাঠে গড়গড়ি লন্ডন প্রবাসি সংঘের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপরোক্ত কথা গুলো বলেন।
    সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম, অ্যাডভোকেট শুকুর আলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খানম,প্রবাসী সংঘের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সমাজকর্মী সুরুজ আলী, রাজিয়া ইসলাম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content