প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২০ , ৭:৩৬:২২ অনলাইন সংস্করণ
দিরাই প্রতিনিধি :- যুক্তরাজ্য ভিত্তিক আর্থ-সামজিক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক সুনামগঞ্জের দিরাই পৌর শহরে পরিচালিত বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
বুধবার দিরাইস্থ সংগঠনের কার্যালয়ে প্রশিক্ষনার্থীদের (৩য় ব্যাচ) আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব জুয়েল সরদারের সভাপতিত্বে মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী হুমায়ুন সরদার, রাজনীতিবিদ মানিক তালুকদার, দিরাই অনলাইন প্রেসক্লাব ও সাংবাদিক ফোরাম সভাপতি ইয়াহিয়া চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাব ও সাংবাদিক ফোরাম সহসভাপতি গ্লোবাল সিলেট ডটকম এর সম্পাদক ইকবাল আহমদ, শিক্ষক গৌছ উদ্দিন, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, প্রশিক্ষনার্থী মিলি নন্দী, লোকেশ পাশ, রায়হান হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সুমন শহীদ। উপস্থিত ছিলেন প্রশিক্ষক রতন সূত্রধর, শিপা বেগম ও প্রশিক্ষনার্থীরা। মতবিনিময় সভা শেষে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও হুমায়ুন সরদারকে প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে সম্মানান স্মারক প্রদান করা হয়।