• সিলেট

    ইলিয়াস কাঞ্চনকে সিলেটে অবাঞ্চিত ঘোষনা করেছে পরিবহন শ্রমিকরা

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২০ , ১২:২৯:৫২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা নিউজ ::  সাবেক মন্ত্রী ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এমপি শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের করা মামলার প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মতো সিলেটেও পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে শ্রমিকরা। বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের সহ সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সিলেট থেকে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

    সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমেদ ইলিয়াস কাঞ্চনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে বলেছেন, এই সময়ের ভেতরে শাহজাহান খানের উপর থেকে মামলা প্রত্যাহার করা না হলে সিলেটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
    উল্লেখ্য, গত বুধবার মানহানির অভিযোগ এনে শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেন ইলিয়াস কাঞ্চন। মামলায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত-১ শাজাহান খানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

    আরও খবর

    Sponsered content