প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২০ , ৯:৪৭:৫৯ অনলাইন সংস্করণ
আবুল হাসনাত (সিলেট) কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান, চরিপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মাষ্টার ফয়জুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।
এ ঘটনায় মাষ্টার ফয়জুল ইসলাম গত রবিবার কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং-৮৮৬ তারিখ- ১৬/০২/২০২০ইং। মাষ্টার ফয়জুল ইসলাম তার জিডিতে উল্লেখ করেন, জেডি বিধান নামক একটি আইডি থেকে তাহার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস করা হয়। পরে শেষ প্রান্তি ও মজা লও আইডি থেকে শেয়ার করে তার বিরুদ্ধে অনুরোপ অপপ্রচার করা হয়। একজন জনপ্রতিনিধি ও শিক্ষকের বিরুদ্ধে এহেন অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। এদিকে মাষ্টার ফয়জুল ইসলাম বলেন, একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।