প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২০ , ২:০৮:১৬ অনলাইন সংস্করণ
সিলেট প্রতিনিধিঃ এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্ত দান,করিলে রক্ত দান বাচবে বহু প্রাণ এই স্লোগানে,স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে ১ম বর্ষ পূর্তি ও ২য় বর্ষে পর্দাপন উপলক্ষে জালালাবাদ থানধীন আখালিয়া বড়গুলস্থ হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে সারাদিন নানা অনুষ্ঠান ও কেক কাটা সহ শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ এবং দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মাদ্রাসার একটি হলরোমে অনুষ্ঠিত হয়। ,স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর সভাপতি পপি আক্তারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম চৌধুরী এর পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফিজ রইছ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সুজন, সাংবাদিক শাহীন আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন, হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাজহার ইসলাম, দেলওয়ার হোসেন রাফি, শিক্ষাক মিজানুর রহমান পলাশ, হাফেজ খালেদ সাইফুল্লাহ, ,স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ও জেলা সিনিয়র সদস্য সাজন আহমদ, জেলা সদস্য সুহেলি বেগম, সেলিনা বেগম, বাংলা ব্লাড ডোনার সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ, এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য নজরুল ইসলাম, সুহান আহমদ, জাবেদ মিয়া , জাহিদ আহমদ সহ আরোও অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
হযরত শাহ ওলিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে ,স্বাধীন বাংলা ব্লাড ডোনার সোসাইটি সিলেট উদ্যোগে শিক্ষাউপকরন ও খাবার বিতরণ করা হয়। পরিশেষে মাদ্রাসার মুহতামিমের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।