প্রতিনিধি ১৭ নভেম্বর ২০১৯ , ৫:১২:১৬ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বড় খোঁচাবাড়ী হতে সালান্দর পর্যন্ত হাইওয়ে সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক মানুষ নিহত, আহত ও পঙ্গু হচ্ছেন, অন্য কোনো ক্ষেত্রে তা ঘটছে না। দুর্ঘটনায় নিহত ও আহত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও কেউ নেই। এ দুর্ঘটনা পুরোপুরি বন্ধ না করা গেলেও কমিয়ে আনা সম্ভব। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
রবিবার ডেমোক্রেসি ইন্টারন্যাইনাল ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ফেলোবৃন্দের সম্মেলিত উদ্দ্যোগে সকলকে সম্মেলিত ভাবে কাজ করার লক্ষে ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী বরাবর, সড়ক ও জনপথ বিভাগ ,ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর ,ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবর, জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর, সদর উপজেলা বরাবর আলাদা আলাদা স্মারকলিপি প্রদান করেন ।
পরিরবহন সেক্টরের সাথে সংশ্লিষ্ট এবং উক্ত মহাসড়কের পার্শ্বে বসবাসরত এমন ৩০০ জন সাধারণ মানুষের স্বাক্ষর সম্বলিত ডেমোক্রেসি ইন্টারন্যাইনাল ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ফেলোবৃন্দের পক্ষে স্মারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক ,ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ,পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ।
স্মারকলিপিতে * উক্ত সড়কে পর্যাপ্ত ট্রাফিক নিয়োগ * ব্যাটারী চালিত আটোরিক্সা নিয়ন্ত্রণ * প্রশিক্ষিত ড্রাইভার নিয়োগ * সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ *জেব্রা ক্রসিং নির্মাণ * সচেনতা মূলক লিফলেট বিতরণ *ঝুকিপূর্ণ মোড়ে ডিভাইডার স্থাপন *সর্তকতা সাইনবোর্ড স্থাপন * আইনের যথাযথ ব্যবহার সহ ৯ সুপারিশ করেন ।