• খেলাধুলা

    চরনারচর ইউনিয়নের আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২০ , ৯:১৪:৫৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর সরকারি মাঠে আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলার মধ্যে রয়েছে, হাই জাম্প, লং জাম্প, লম্বা দৌড়।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— দিরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু তাপস রঞ্জন রায়, লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীন্দ্র কুমার ভূইয়া এলং জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেন্দ্র চন্দ্র সরকার, পেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাসসহ আরও অনেকে। চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব বেশি। তবে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মেধা মনন বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।

    আরও খবর

    Sponsered content