প্রতিনিধি ১৭ নভেম্বর ২০১৯ , ৪:০৯:২৮ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবির অধীনস্থ বিওপির টহল দল উপজেলার সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কয়লা আটক করেছে।
রবিবার ১৭,নভেম্বর ট্যাকেরঘাট বিওপির একটি টহল দল বিকাল ৪:০০ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯১০/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার সীমান্ত এলাকার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ভূরুংগাছড়া নামক স্থান হতে ২টন ৭০১ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ২ ৮ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেসবাহ উদ্দিন রাসেল এর সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন ভারতীয় কয়লা শুক্ল কার্যালয়ন সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।